Hello Welcome to Technique Electronics
বাংলাদেশে সোলার পাওয়ার, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের জগতে টেকনিক ইলেকট্রনিক্স একটি জনপ্রিয় নাম। আমরা ২০০৬ সাল থেকে পণ্য উৎপাদন, আমদানি কারক ও পাইকারি বিক্রেতা হিসেবে আমাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছি। টেকনিক ইলেকট্রনিক্স দেশীয় প্রযুক্তিতে উন্নত মানের সোলার চার্জ কন্ট্রোলার, সোলার ইনভার্টার, সাইন ওয়েব ইনভার্টার, রিমোট কন্ট্রোল সুইচ, ভোল্টেজ স্ট্যাবিলাইজার উৎপাদন করে থাকে। এছাড়াও বিদেশ থেকে সোলার অন গ্রিড ইনভার্টার, সোলার পাম্প কন্ট্রোলার, অনলাইন ইউ.পি.এস সার্ভো ভোল্টেজ স্ট্যাবিলাইজার, স্ট্রিট লাইট ও বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ফ্যান আমদানি করে থাকে।
আমরা দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকের জন্য সৌর বিদ্যুতের মাধ্যমে স্বল্প খরচে সেচ পাম্প স্থাপনের কার্যক্রম পরিচালনা করে আসছি। যার মাধ্যমে আমাদের দেশের কৃষক শ্রেণি বিনা জ্বালানি খরচে আরও বেশি পরিমাণে কৃষি পণ্য উৎপাদনে সক্ষমতা অর্জন করছে।
দেশীয় প্রযুক্তিতে গুণগত মানে ভালো ও উন্নত মানের পণ্য উৎপাদনের মাধ্যমে বিদেশি নির্ভরতা কমিয়ে আনা এবং দেশীয় প্রযুক্তিকে সমৃদ্ধকরণের মাধ্যমে স্বল্পমূল্যে গ্রাহকের প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ করা। বিশেষ করে পল্লী অঞ্চলে স্বনির্ভর বিদ্যুতায়নের ব্যবস্থা করে বাসা-বাড়ি, অফিস, হাট-বাজার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির ও কৃষকের সেচ কাজে সৌর বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ করা।